না পেরার দেশে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড জগতের সম্মানিত বাক্তি আইয়ুব বাচ্চু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৮ অক্টেবর সকালে নিজ বাসায় অচেতন অবস্তায় পাওয়া যায় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম প্রথম আলোকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন আইয়ুব বাচ্চু। প্রায় তিন যুগের সংগীতজীবনে আইয়ুব বাচ্চু গানের পাশাপাশি তাঁর গিটারের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন। যেকোনো স্টেজ শোতে বাংলাদেশের জনপ্রিয় এই গায়ক ও সংগীত পরিচালকের গিটারের মূর্ছনা উদ্দীপ্ত করেনি, এমন গানপাগল খুঁজে পাওয়া মুশকিল।
১৯৫৮ সালে জন্মগ্রহন করেন আইয়ুব বাচ্চু। ৫৬ বছর বয়সে ম্রিতুবরন করেন।
বাংলাদেশের ব্যান্ড জগতের সবথেকে সম্মানিত বাক্তিদের মধ্যে আইয়ুব বাচ্চু অন্নতম।
১৮ অক্টেবর সকালে নিজ বাসায় অচেতন অবস্তায় পাওয়া যায় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম প্রথম আলোকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন আইয়ুব বাচ্চু। প্রায় তিন যুগের সংগীতজীবনে আইয়ুব বাচ্চু গানের পাশাপাশি তাঁর গিটারের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন। যেকোনো স্টেজ শোতে বাংলাদেশের জনপ্রিয় এই গায়ক ও সংগীত পরিচালকের গিটারের মূর্ছনা উদ্দীপ্ত করেনি, এমন গানপাগল খুঁজে পাওয়া মুশকিল।
১৯৫৮ সালে জন্মগ্রহন করেন আইয়ুব বাচ্চু। ৫৬ বছর বয়সে ম্রিতুবরন করেন।
বাংলাদেশের ব্যান্ড জগতের সবথেকে সম্মানিত বাক্তিদের মধ্যে আইয়ুব বাচ্চু অন্নতম।
না পেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু।
Reviewed by jibonerdiary365
on
October 17, 2018
Rating:

Slots by Pragmatic Play - AprCasino
ReplyDeletePragmatic Play. Pragmatic Play. 출장안마 Pragmatic Play. Slot Machine. The deccasino Dog House. Slots. Wild poormansguidetocasinogambling.com West apr casino Gold. Pragmatic Play. Jackpot https://vannienailor4166blog.blogspot.com/ Party.