মা - আমাদের সবচেয়ে আপন ।


মা এমন একটি শব্দ যা দুনিয়ার সব একাকীত্ব ভুলিয়ে দিতে পারে যদি এই ডাকে কেউ সাড়া দেয় ......
আর যদি কেও সাড়া না দেয় তো দুনিয়ার সব সুখ পরিণীত হয় দুঃখে
আর সেই মাকে আমরা মাঝে মধ্যে খুব কষ্ট দিয়ে থাকি ......।
ছোট বেলায় আমরা মাকে মারতাম কারণ তখনো আমাদের মধ্যে আত্বসম্মান বোধ জাগ্রত হয় নি,

তখন আমাদের মধ্যে সেই বুঝ তৈরি হয় নি যে মা আমাদের সবচেয়ে আপন ।
তখন মা আমাদের ছোট হাতের মার গুলো আদরের  সহিত নিতো ......
আর এখন মায়ের কথা আমাদের সহ্য হয় না । কেউ কেউ আছে যারা অন্যের মায়ের দিকে তাকিয়ে চিন্তা
করে যে আমার মা এমন কেন হল না ...? ওর মা কি ভালো,তার মা কি ভালো ।
নিজের মায়ের দিকে তাকিয়ে দেখেন যে আপনার মা আপনার জন্য কি না করেছে ...।

এখন যদি আপনার মায়েরে সুখ না দেখান তাহলে আর পারবেন না ।
মায়েরে সম্মান করা শিখুন , মা নিঃস্বার্থ ভাবে আপনার পিছনে যে সময় দিয়েছে আপনি তার অর্ধেক
সময় দিলেও মায়ের কষ্ট স্বার্থক ।
মা আমাদের কাছ থেকে টাকা-পয়সা, ধন-দওলত কিছু চায় না ।

শুধু আপনাকে তার পাশে চায় , দিনে অন্তত ১ ঘণ্টা মায়ের সাথে সময় ব্যয় করুন গল্প করেন ,
আপনার সাফল্যের কথা বলেন দেখবেন আপনার মা খুব খুশি থাকবে ।
আর মায়ের সার্বিক চাহিদা পূরণ করুন, আপনার সামর্থ্যের বাহিরে হলে মায়েরে বলেন যে
মা পারতেছি না ।

মা - আমাদের সবচেয়ে আপন । মা - আমাদের সবচেয়ে আপন । Reviewed by jibonerdiary365 on October 17, 2018 Rating: 5

No comments:

Footer

Powered by Blogger.