বয়স বৃদ্ধি এক হিসাবে আমাদের সম্মানিত করে। আবার ফ্যাশন সচেতন মেয়েরা সবসময় এই বয়স বৃদ্ধি কে মেনে নিতে পারেনা।
আজ আমি আপনাদের জানাবো মেক আপ এর মাধ্যমে নিজেকে কৈশোরে নিয়ে যাবার কয়েকটি সহজ উপায়। যা আপনার বয়স কে অন্যের নজর থেকে গোপন করতে সাহায্য করবে। আপনাকে এনে দেবে চির যৌবন।
১. সকালে উঠে একটি লেবুর রস এক গেলাস জলে গুলি অবশ্যই খাবেন। লেবুতে থাকে ভিটামিন সি। যা ত্বক এ ফাইবার এর মাত্রা বৃদ্ধি করে। বয়সের বলি রেখা ঢেকে দেয়।
২. ভিটামিন সি যুক্ত ফল ও সবজি বেশি করে খান। আমলকি তে থাকে প্রচুর ভিটামিন সি।
পেয়ারাতেও। আর সবুজ শাক সবজি তে থাকে অফুরন্ত ভিটামিন সি। তবে রান্না সবজির চেয়ে কাঁচা সবুজ ফলে লাভ হয় অনেক বেশি। কারণ রান্না করার সময় ভিটামিন সি কিছুটা নষ্ট হয়ে যায়।
৩. প্রতিদিন অন্ততঃ দুই বার স্ক্র্যাবার দিয়ে মুখ পরিষ্কার করুন।
৪. চুল কে এমন ভাবে স্টাইল করুন, যা আপনার মুখের বলিরেখা ঢেকে দেয়।
৫. যদি মিনি স্কার্ট পরেন, তাহলে পেডিকিউর মাস্ট।
৬. চুলে ঘন কালো রং এ উজ্জ্বল সোনালী স্ট্রাইপ বয়স কমানোর জন্য আদর্শ।
৬. ঘন আই লাইনার ব্যবহার করুন। নীলাভ কালো রং আদর্শ।
৭. জোজোবা বলি রেখা কম করতে সাহায্য করে। জোজোবা ক্রিম বা ফেস ওয়াশ ব্যবহার করুন।
৮. সিলিকন যুক্ত সিরাম ব্যবহার করুন।
৯. ভুরু কার্ল করতে ভুলবেন না।
১০. ঘন লাল নেইল পালিশ এবং হালকা পারফিউম ব্যবহার করুন।
কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন। অবশ্যই উত্তর দেওয়া হবে।
আজ আমি আপনাদের জানাবো মেক আপ এর মাধ্যমে নিজেকে কৈশোরে নিয়ে যাবার কয়েকটি সহজ উপায়। যা আপনার বয়স কে অন্যের নজর থেকে গোপন করতে সাহায্য করবে। আপনাকে এনে দেবে চির যৌবন।
১. সকালে উঠে একটি লেবুর রস এক গেলাস জলে গুলি অবশ্যই খাবেন। লেবুতে থাকে ভিটামিন সি। যা ত্বক এ ফাইবার এর মাত্রা বৃদ্ধি করে। বয়সের বলি রেখা ঢেকে দেয়।
২. ভিটামিন সি যুক্ত ফল ও সবজি বেশি করে খান। আমলকি তে থাকে প্রচুর ভিটামিন সি।
পেয়ারাতেও। আর সবুজ শাক সবজি তে থাকে অফুরন্ত ভিটামিন সি। তবে রান্না সবজির চেয়ে কাঁচা সবুজ ফলে লাভ হয় অনেক বেশি। কারণ রান্না করার সময় ভিটামিন সি কিছুটা নষ্ট হয়ে যায়।
৩. প্রতিদিন অন্ততঃ দুই বার স্ক্র্যাবার দিয়ে মুখ পরিষ্কার করুন।
৪. চুল কে এমন ভাবে স্টাইল করুন, যা আপনার মুখের বলিরেখা ঢেকে দেয়।
৫. যদি মিনি স্কার্ট পরেন, তাহলে পেডিকিউর মাস্ট।
৬. চুলে ঘন কালো রং এ উজ্জ্বল সোনালী স্ট্রাইপ বয়স কমানোর জন্য আদর্শ।
৬. ঘন আই লাইনার ব্যবহার করুন। নীলাভ কালো রং আদর্শ।
৭. জোজোবা বলি রেখা কম করতে সাহায্য করে। জোজোবা ক্রিম বা ফেস ওয়াশ ব্যবহার করুন।
৮. সিলিকন যুক্ত সিরাম ব্যবহার করুন।
৯. ভুরু কার্ল করতে ভুলবেন না।
১০. ঘন লাল নেইল পালিশ এবং হালকা পারফিউম ব্যবহার করুন।
কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন। অবশ্যই উত্তর দেওয়া হবে।
যৌবন ধরে রাখার ১০ টি সহজ উপায়। জেনে নিন।
Reviewed by jibonerdiary365
on
October 15, 2018
Rating:

No comments: