বাড়ছে কলরেট ২৫ পয়সা থেকে ৪৫ পয়সা সকল নাম্বারে।

মোবাইলের একক কলরেট কার্যকর হয়েছে ১৪ আগস্ট থেকে। এতে কথা বলায় খরচ বেড়েছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। বিটিআরসির হিসেবও বলছে, নতুন কলরেটে টেলিটক বাদে সব অপারেটরের আয় বাড়বে। যদিও নিয়ন্ত্রক সংস্খা আর দুই অপরাটেরের দাবি সামনের দিনে কমে আসবে গ্রাহকের খরচ আর বাজারে প্রতিযোগীতামূলক পরিবেশ তৈরি হবে...


 দেশে এখন ১৫ কোটি মোবাইল সংযোগ রয়েছে। গাড়ে প্রতিদিন মানুষ  ৭৭ মিনিট কথা বলেন।
এতদিন সর্বনিম্ন কলরেট চিল একই নাম্বারে ২৫ পয়সা কিন্তু এখন তা হবে ৪৫ পয়সা।

অন-নেট, অফ-নেট কলরেট একই থাকবে। কর ছাড়া সকল নাম্বারে ৪৫ পয়সা।
থাকবে না কোন মিনিট প্যাকেজ। সকল সিম এ কর ছাড়া ৮৫ মিনিট প্রতিদিন।

তাছাড়া গ্রামিনফোন এর নতুন নাম্বার আসছে ০১৩ সিরিজ এর।
বাড়ছে কলরেট ২৫ পয়সা থেকে ৪৫ পয়সা সকল নাম্বারে। বাড়ছে কলরেট ২৫ পয়সা থেকে ৪৫ পয়সা সকল নাম্বারে। Reviewed by jibonerdiary365 on October 15, 2018 Rating: 5

No comments:

Footer

Powered by Blogger.