সদ্যোজাত শিশু থেকে মৃত্যুপথযাত্রী বুড়ো মানুষ পর্যন্ত তার ত্বক চর্চা করে।
সকাল রাত সব সময় মানুষগুলো দাঁত মাজে। আমরা সবাই মুখে নানান প্রসাধনী
মাখি। মেয়েরা হরহামেশাই রূপচর্চা করছে। মোটকথা দাঁড়াচ্ছে যা প্রসাধনী
আমাদের দৈনন্দিন জীবনযাপনে একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ পুরোন
ঢাকা, জিঞ্জিরা বা বুড়িগঙ্গার ওপারে গজিয়ে গেছে নকল প্রসাধনীর কারখানা।
ভালো ভালো সকল পন্যের নকল চেহারা বের হয়ে আসছে সেখান থেকে। যা ব্যবহার করলে আমাদের ক্যান্সারের মত ভয়ানক রোগ হতে পারে। এবং হচ্ছেও। সরকারি লোক পুলিশ মেজিষ্ট্রেট, র্যাব নিয়ে এদের ধরছেও, জেল জরিমানা ও দিচ্ছে। এটা ভালো কিন্তু কতটা ভালো?
যেখানে ইয়াবা রাখলে বা বিক্রি করলে মৃত্যুদন্ড জারি করা হয়েছে? ইয়াবা মরন নেশা। আর সরকারি সিদ্ধান্ত নিয়ে আমার দ্বিমত নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যারা এই নকল প্রসাধনী বানাচ্ছে, বা খাবারে ভেজাল দিচ্ছে তারা ইয়াবা ব্যবসায়ী থেকে আরো মারাত্মক।
ইয়াবা সবাই খায়না, নেশা সবাই করেনা।কিন্তু প্রসাধন সবাই ব্যবহার করে, খাবার সবাই খায়। সেই হিসেবে আমি মনেকরি নকল প্রসাধনী যারা বানায় বা খাবারে ভেজাল যারা দেয় তাদের ও মৃত্যুদন্ড দেয়া উচিত।কিছুদিন আগে মাদকের উপর সরকার যেমন বন্দুক নিয়ে চড়াও হয়েছিল, সেই রকম করে ভেজাল কারবারি বা সিন্ডিকেটদের বিরুদ্ধে কি সরকার যেতে পারে?
ভালো ভালো সকল পন্যের নকল চেহারা বের হয়ে আসছে সেখান থেকে। যা ব্যবহার করলে আমাদের ক্যান্সারের মত ভয়ানক রোগ হতে পারে। এবং হচ্ছেও। সরকারি লোক পুলিশ মেজিষ্ট্রেট, র্যাব নিয়ে এদের ধরছেও, জেল জরিমানা ও দিচ্ছে। এটা ভালো কিন্তু কতটা ভালো?
যেখানে ইয়াবা রাখলে বা বিক্রি করলে মৃত্যুদন্ড জারি করা হয়েছে? ইয়াবা মরন নেশা। আর সরকারি সিদ্ধান্ত নিয়ে আমার দ্বিমত নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যারা এই নকল প্রসাধনী বানাচ্ছে, বা খাবারে ভেজাল দিচ্ছে তারা ইয়াবা ব্যবসায়ী থেকে আরো মারাত্মক।
ইয়াবা সবাই খায়না, নেশা সবাই করেনা।কিন্তু প্রসাধন সবাই ব্যবহার করে, খাবার সবাই খায়। সেই হিসেবে আমি মনেকরি নকল প্রসাধনী যারা বানায় বা খাবারে ভেজাল যারা দেয় তাদের ও মৃত্যুদন্ড দেয়া উচিত।কিছুদিন আগে মাদকের উপর সরকার যেমন বন্দুক নিয়ে চড়াও হয়েছিল, সেই রকম করে ভেজাল কারবারি বা সিন্ডিকেটদের বিরুদ্ধে কি সরকার যেতে পারে?
ইয়াবা সবাই খায়না, নেশা সবাই করেনা।
Reviewed by jibonerdiary365
on
October 15, 2018
Rating:

No comments: